সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় আলেয়া খাতুন (৩) নামের অপর একটি ভ্যানযাত্রী নিহত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঢোলভাঙ্গা নামকস্থনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আলেয়া খাতুন পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মাহামুদ আলীর মেয়ে।

আরও পড়ুন

উখিয়ায় প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষক নিহত

স্বজনরা জানায়, আলেয়ার মা তাকে নিয়ে সিরাজগঞ্জে যাওয়ার জন্য ব্যাটারিচালিত ভ্যানে করে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে ঢোলভাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে আরেকটি ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর