হারিয়ে যাওয়া নগদ দেড় লক্ষাধিক টাকা এবং এক কেজি পরিমাণ রূপাসহ মোবাইল সেট উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ। পরে তা ফিরিয়ে দেওয়া হয়েছে মালিক বরিশাল নগরীর ভাটিখানার বর্মন রোডের বাসিন্দা সজল কুমার মিস্ত্রির কাছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উদ্ধার হওয়া এসব মালামাল ফিরিয়ে দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন শিকদার।
বিজ্ঞাপন
এর আগে গত ১৭ এপ্রিল নথুল্লাবাদ যাওয়ার পথে সজল রিকশায় একটি ট্রাভেল ব্যাগ ভুলে রেখে যান। পরে ২১ এপ্রিল পুলিশ নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা রিকশাচালক রিপনের বাসা থেকে ব্যাগটি উদ্ধার করে।
ওসি জাকির বলেন, গত ১৭ এপ্রিল সজল ঢাকায় যেতে নগরীর নাজিরের পুল থেকে একটি রিকশাযোগে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে নামেন। তখন তাড়াহুড়োর কারণে একটি ট্রাভেল ব্যাগ রিকশায় রেখে চলে যান তিনি। কিছুক্ষণ ব্যাগটি খুঁজতে গিয়ে না পেয়ে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সজল। অভিযোগের প্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় টানা তিনদিন অভিযান পরিচালনা করে। অভিযানে রিকশা এবং চালক রিপন ভূঁইয়াকে শনাক্ত করা হয়। পরে ২১ এপ্রিল রাত দেড়টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডে রোকেয়া আজিম সড়ক সাহেবের পুকুরপাড় মনির মিয়ার বাসার ভাড়াটিয়া রিকশাচালক রিপনের বাসায় অভিযান পরিচালনা করেন তারা।
ওসি আরও বলেন, এরপর সেই বাসা থেকে রিকশা চালকের হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগের মধ্যে নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা, ৯.৬৩ গ্রাম রূপার নুপুর, লকারের একগুচ্ছ চাবি এবং একটি স্মার্ট ফোন খুঁজে পায় পুলিশ। যা সোমবার দুপুরে অভিযোগকারী সজল কুমার মিস্ত্রির কাছে ফিরিয়ে দেয় এয়ারপোর্ট থানা পুলিশ।
বিজ্ঞাপন
ওসি জানান, রিকশাচালক রিপন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জানিয়েছে, যাত্রীকে নামিয়ে দেয়ার পর রিকশায় ট্রাভেল ব্যাগটি খুঁজে পেয়েছেন। তবে যাত্রীকে খুঁজে না পেয়ে ব্যাগটি তার বাসায় হেফাজতে রাখেন। এ কারণে ওই রিকশা চালককে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস

