রাজশাহীর পুঠিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের চকধাদাশ গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই এলাকার মৃত কবির সরকারের ছেলে শুকুর সরকারের তিনটি ঘর এবং জিয়াউলের ঘর, গোয়ালঘর ও পেঁয়াজ-রসুন পুড়ে গেছে। যার আর্থিক পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ টাকা। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৬ লাখ টাকা।
তবে পরিবার ও স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেবে তারা বলছেন, পেঁয়াজ ৪ লাখ, রসুন ২ লাখ ৪০ হাজার, ধনিয়া ২০ হাজার, ফ্রিজ ৭০ হাজার, গম ৩২ হাজার, পাট ৭৬ হাজার, কাপড় হিসাব নেই। সব মিলিয়ে ৯ লাখ টাকা। দেড় ভরি স্বর্ণ পুড়ে গেছে। সেই সঙ্গে পুড়ে গেছে নগদ ৬০ হাজার টাকা।
বিজ্ঞাপন
পুঠিয়া ফায়ার সার্ভিসের আবুল কালাম আজাদ বলেন, রাত ১১টা ২৮ মিনিটে আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাই। আমাদের একটি ইউনিটের দু'টি গাড়ি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরএমপির বেলপুকুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আগুন লাগার ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি সেখানে আমাদের থানার টহল পুলিশ পাঠাই। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, সেখানে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিনিধি/এসএস

