ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা মামলায় অর্থের জোগান দাতার অভিযোগে ঢাকার আবাসন ব্যবসায়ী ও ইনট্রেক প্রোপার্টিজের চেয়ারম্যান এম. ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) ভোররাতে সোনাগাজীর চর ছান্দিয়া ইউনিয়নের লন্ডনি পাড়ার নিজ বাড়ি নাছির উদ্দিন লন্ডনির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, এম. ফখরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও হত্যার ঘটনায় অর্থের যোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে সোনাগাজীর চর ছান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর ছান্দিয়া গ্রামের লন্ডনি পাড়ার মরহুম আবদুল হালিম মেম্বারের ছেলে।
এদিকে রোববার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বড় ভাই যুবলীগ ক্যাডার মিজানুর রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাদের ঘর থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করে। অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, এম. ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে তার ভাই যুবলীগ ক্যাডার মিজানকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, এম. ফখরুল ইসলামকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে আওয়ামী লীগের এমপি, মন্ত্রীসহ ফেনীর পতিত নিজাম উদ্দিন হাজারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা টক অব দ্য ফেনীতে পরিণত হয়।
প্রতিনিধি/এসএস

