সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মার্কেটের ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মসূচি

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

মার্কেটের ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মসূচি

জয়পুরহাট পৌর সভার নিয়ন্ত্রণাধীন সব মার্কেট ও দোকানের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ৩ ঘণ্টাব্যাপী কমপ্লিট সাটডাউন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মার্কেটের ব্যবসায়ীরা।

জয়পুরহাট ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় মার্কেটের ব্যবসায়ীরা শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জড়ো হয়। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এরপর ব্যবসায়ীরা বেলা ১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় পৌরসভা নিয়ন্ত্রণাধীন সব মার্কেট ও দোকান বন্ধ রাখা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

৫ শিক্ষার্থীকে মুক্তি ও কাউখালীতে ছাত্রী ধর্ষণকারীর বিচার দাবি

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, ওবাইদুর রহমান টিপু, উপদেষ্টা শাহজাহান আলী প্রমুখ। এসময় তারা আগের দোকান ভাড়ার সঙ্গে প্রতি বর্গফুট ৩ টাকা বৃদ্ধি করার দাবি জানিয়ে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর কাছে স্মারক লিপি প্রদান করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর