সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলেন পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলেন এক পুলিশ সদস্য
মাসুদ রানা

রাজশাহীতে গলায় ফাঁস নিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। 

রোববার (২০ এপ্রিল) সকালে রাজশাহী পুলিশ লাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পুলিশ সদস্যের নাম মাসুদ রানা (৩৪)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। 

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। মাসুদের বিপি নম্বর ৯১১১১৪৩৭২৩। ২০১১ সালের ১৫ আগস্ট পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। 

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, শনিবার রাতের কোনো এক সময় পুলিশ লাইনে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেন। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তার আত্মহত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর