সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানবপাচার মামলার আসামির বাড়ি থেকে ককটেল-গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

মানবপাচার মামলার আসামির বাড়ি থেকে ককটেল-গুলি উদ্ধার

মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলার আসামির বাড়ি থেকে ৪টি ককটেল, গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানী ঢাকার বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় খোলা মাঠে ককটেলগুলো নিষ্কিয় করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শিবচরের যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারসহ পরিবারের বেশ কয়েকজন মানবপাচার মামলার আসামি। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন আদালত। খবর আসে কুদ্দুস হাওলাদারের বাড়ির এক কক্ষে মাদক সেবন করছেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে শুক্রবার মধ্যরাতে অভিযানে যায় যৌথবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাড়ির লোকজন। পরে তল্লাশি চালিয়ে কুদ্দুসের বসতঘরের নিচতলার এক কক্ষের তালা ভেঙে থেকে ৪টি ককটেল, একটি তাজা গুলি ও ২১৫ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, শনিবার বিকেলে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট কুদ্দুস হাওলাদারের বাড়ির কাছের খোলা মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ব্যাপারে শিবচর থানায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখনও কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।

মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের জানান, অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর