সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে আওয়ামীপন্থি ৩ জনপ্রতিনিধি গ্রেফতার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে আওয়ামীপন্থি ৩ জনপ্রতিনিধি গ্রেফতার

লক্ষ্মীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, সাবেক কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও সদর উপজেলার ২ নম্বর দক্ষিণ হামছাদি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মীর শাহ আলমকে গ্রেফতার করছে পুলিশ। তারা আওয়ামীপন্থি জনপ্রতিনিধি হিসেবে পরিচিত।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, বিকেলে ওমর ফারুক সাগরকে উপজেলার চৌধুরী বাজার থেকে গ্রেফতার করা হয়। সাগর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিকেলে উপজেলার দালাল বাজার থেকে হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ্ আলমকে ও পৌরসভার (৭ নম্বর ওয়ার্ড) মোবারক কলোনি থেকে সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকনকে গ্রেফতার করা হয়। তারা দু'জনে ছাত্র হত্যা মামলার আসামি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর