সিরাজগঞ্জের সলঙ্গায় ডোবার পানিতে ডুবে আব্দুল আহাদ (৩) ও আলফা খাতুন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলো- একই গ্রামের মেনহাজ আলীর ছেলে আব্দুল আহাদ ও আলহাজ উদ্দীনের মেয়ে আলফা খাতুন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল রাজ্জাক এই তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির ডোবার পাশে তারা খেলাধুলা করছিল। এরই এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে দু’জনই ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পায়নি। কিন্তু বিকেলে দু’জনের মরদেহ ডোবায় ভেসে ওঠে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর কিছুক্ষণ আগে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

