বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মী জসিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মী জসিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল কর্মী জসিম উদ্দিন ব্যাপারী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ঘণ্টাব্যাপী এ আয়োজন করা হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে এ হত্যাকাণ্ডের জন্য বিএনপি নেতা গাজী মোস্তফা কামাল ও কৃষকদল নেতা জিএম শামিমকে দায়ী করে বিচার চেয়েছেন।


বিজ্ঞাপন


thumbnail_1000143394

এসময় বক্তব্য দেন, নিহত জসিমের স্ত্রী তাসলিমা আক্তার, মা সুরাইয়া বেগম, বোন মুন্নি আক্তার, ছেলে মো. হৃদয়, মেয়ে মীম আক্তার ও চাচাতো বোন সাহারা বেগম প্রমুখ। বক্তব্যে সবাই জসিম হত্যা মামলায় জড়িতদের গ্রেফতারসহ সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

thumbnail_1000143397

তাসলিমা আক্তার বলেন, আমার স্বামী নির্দোষ, যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। ৪ ছেলেমেয়েকে নিয়ে আমি কার কাছে যাব। আমার মাথার গোঁজার ঠাঁই নাই। আমার মাথার ওপর ছায়া নাই। বাড়িঘর নাই, বেড়িতে থাকি। আমার স্বামী বিএনপি করতো, এটিই কি তার দোষ ছিল। দলতো সবাই করে। এজন্য কি তাকে হত্যা করতে হবে? আমি হত্যাকারীদের ফাঁসি চাই।


বিজ্ঞাপন


thumbnail_1000143396

নিহত জসিম উত্তর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ও রায়পুর উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ছিলেন। তিনি পেশায় ঢালাই শ্রমিক ছিলেন।

thumbnail_1000143398

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ এপ্রিল বিএনপির দু’পক্ষের সংঘর্ষে কৃষকদল নেতা জিএম শামীম ও মোস্তফা গাজীর লোকজন জসিমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ১৪ এপ্রিল রাজধানীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল। ১৬ এপ্রিল তার বাবা হজল করিম ব্যাপারী বাদী হয়ে ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোস্তফা কামাল ও রায়পুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীমসহ ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর