মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় শোবার ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় শোবার ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হাসান মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর আখড়াপাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত হাসান মিয়া ওই গ্রামের আল-আমিন মিয়ার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্বজনরা জানায়, হাসান মিয়া আগে পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ঢাকায় এ কাজ করা অবস্থায় শারীরিক অসুস্থ হয়ে ৭ মাস আগে বাড়ি ফিরেন। এর দুই মাস পর বিয়ে করেন। এ বিয়ের তিন সপ্তাহ পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন হাসান আলী।  এ অবস্থায় তাকে তালাক দিয়ে চলে যান স্ত্রী। তখন থেকে আরও অসুস্থ হন হাসান আলী। এরই একপর্যায়ে শনিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে পরিবারের অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন

১২ ঘণ্টার মধ্যে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা স্বীকার করে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন হাসান আলীর আত্মহত্যার ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শন (এসআই) সুকুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাসান আলী নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর