মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ, সমাবেশ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ, সমাবেশ

ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

কারিগরি শিক্ষার্থীদের কফিন মিছিল, রাজপথে থাকার ঘোষণা

এসব স্লোগানের মধ্যে ছিল- ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’।

thumbnail_Screenshot_20250419_132254_Editor_Lite

সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু সেসবের কোনো বাস্তবায়ন নেই। বৃহস্পতিবার আমাদের কর্মসূচি শিক্ষা উপদেষ্টার আহ্বানে শিথিল করেছিলাম। কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। এ অবস্থায় আজ  মহা সমাবেশ হচ্ছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর