সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোহিতপুরে আইওএম’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

রোহিতপুরে আইওএম’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সারাদেশের মতো ঢাকার কেরানীগঞ্জেও নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। 

এরই অংশ হিসেবে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল ও মাদরাসার শিক্ষক, বিদেশ ফেরত নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মূল আলোচনায় উঠে আসে কীভাবে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা যায় এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার থেকে কীভাবে নিজেদের রক্ষা করা সম্ভব।

সভায় বক্তারা অভিবাসনের আগে যথাযথ তথ্য সংগ্রহ, দক্ষতা অর্জন এবং সরকারের অনুমোদিত পদ্ধতিতে বিদেশযাত্রার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অভিবাসন বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হয়।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ঢাকা জেলা ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন - সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর সুলতানা, সহকারী শিক্ষক মো. হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহজাহান ও ইব্রাহিম সেন্টু প্রমুখ।


বিজ্ঞাপন


আয়োজক সংস্থা আশা প্রকাশ করে যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অভিবাসনকে আরও নিরাপদ ও তথ্যভিত্তিক করবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর