মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেখে থানায় ছাত্রদল সভাপতি

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেখে থানায় ছাত্রদল সভাপতি

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামানকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার ঘটনায় জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান।

শুক্রবার (১৮ এপ্রিল) ঝিনাইদহ সদর থানায় উপস্থিত হয়ে জিডি করেন তিনি।


বিজ্ঞাপন


ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর ২টার দিকে ফেসবুকে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামানকে জড়িয়ে একটি পোস্ট ভাইরাল হয়।  ‘হরিণাকুন্ডুর তথ্য নিউজ’ নামক পেইজ থেকে ছড়ানো হয় আপত্তিকর ও অপ্রীতিকর তথ্য। ওই পোস্টটি মুহূর্তেই জেলায় ভাইরাল হয়ে যায়। জেলার রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নজরে এলে ছাত্রদল নেতা এসএম সমিনুজ্জামান থানায় জিডি করেন।

জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান বলেন, সামনে জেলা যুবদলের কাউন্সিল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। ফেসবুকে ধারাবাহিকভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করতে চাইছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ফেসবুকে মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ জানিয়ে ছাত্রদল নেতা জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর