ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এতে আগামী এক বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম রানা।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল।
বিজ্ঞাপন
তিনি জানান, চলতি বছরের গত ১৩ মার্চে কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও আলোচনা সভার সিদ্ধান্তক্রমে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কমিটি গঠন করার লক্ষ্যে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল আনোয়ার আহম্মেদ, সদস্য কৃষিবিদ মো. ইউনুস আলী সহ ১১ জন সদস্য গত ২৫ মার্চে অনুষ্ঠিত সভায় সবার সর্বসম্মতিক্রমে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কমিটির আগামী ১ বছরের জন্য মোস্তফা কামালকে সভাপতি ও শামীম রানাকে সাধারণ সম্পাদক করে মোট ১০৪ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
তিনি আরও জানান, শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে ঢাকার মোহাম্মদ পুর হুমায়ুন রোডে সংগঠনের কার্যালয়ে সকলের উপস্থিতি আনুষ্ঠানিক ভাবে এই কমিটির আত্মপ্রকাশ করা হয়।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল ঢাকা মেইলকে বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নের পাশাপাশি সাথে ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষার্থী দের যে কোন সমস্যায় পাশে থেকে সংগঠনের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ, ঠাকুরগাঁও জেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ছাত্রকল্যাণ ও জনস্বার্থ মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে ঠাকুরগাঁওয়ের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে। নতুন নতুন সৃজনশীল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন হোক আমাদের অঙ্গীকার। এই সংগঠনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের সঙ্গে একটি সুন্দর ভ্রাতৃত্ব, ঐক্য ও মেলবন্ধন তৈরি করবে।
বিজ্ঞাপন

