মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জে বজ্রপাতে কৃষক আব্দুল কাদের (৫০) ওরফে পলান নামের এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঢাকুলি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জাগীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সি এম খালেক এই বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পলান ঢাকুলি গ্রামের মঙ্গল বেপারির ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে কৃষক পলান তার বাড়ির পাশের মাঠে নিজের জমিতে করলা খেতে কাজের জন্য যান। এ সময় বিকেলের দিকে আকাশ কালো হয়ে বজ্রপাতসহ বৃষ্টি হয়। সন্ধ্যার পরেও পলান বাড়ি না ফেরায় পরিবারের লোকজন করলা খেতে গিয়ে দেখতে পান পলানের মরদেহ পড়ে রয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বজ্রপাতে মৃত্যুর কথা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর