সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে ন্যাশনাল নার্সেস ফোরামের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে ন্যাশনাল নার্সেস ফোরামের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট 

দেশের পেশাদার নার্সদের সর্ববৃহৎ সংগঠন ন্যাশনাল নার্সেস ফোরামের (এনএনএফ) জমকালো আয়োজনে রাজশাহীতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ এপ্রিল) নগরীর আমচত্বর এলাকায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ পক্ষ উপলক্ষে সংগঠনটির রাজশাহী শাখা এ টুর্নামেন্টের আয়োজন করে। 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন। 

ন্যাশনাল নার্সেস ফোরাম রাজশাহীর সভাপতি মো. আবু তাহেরের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত এ ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। 

দল চারটি হলো - রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এনএনএফ একাদশ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল নওদাপাড়া শহীদ মীর কাশেম আলী স্মৃতি সংঘ, ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষিপুর শহীদ শহিদুল ইসলাম স্মৃতি সংঘ ও ইসলামী ব্যাংক নার্সিং কলেজ একাদশ। এতে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল নওদাপাড়া শহীদ মীর কাশেম আলী স্মৃতি সংঘ। আর রানার্সআপ হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এনএনএফ একাদশ। 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘খেলাধুলা সংস্কৃতির অংশ। এতে আনন্দ আছে, জয়-পরাজয় হয়। তবে ভ্রাতৃত্বের বন্ধন ঠিক রেখেই এসব টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে।’ 

তিনি বলেন, ‘আমাদের প্রতিযোগিতা হলো সত্য ও ন্যায়কে বিজয়ী করা। আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের মূল লক্ষ্য। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এটা যেন মাথা থেকে সরে না যায়। এই ক্রিকেট প্রতিযোগিতার মধ্য দিয়ে মহান আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় যেন সফল করেন।’

এ সময় ন্যাশনাল নার্সেস ফোরাম রাজশাহীর সেক্রেটারি মনিরুল ইসলাম, নার্স নেতা মাজহারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অফিসার তারিকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স গোলাম মোস্তফা, এনামুল হক, মিজানুর রহমান, মুস্তাফিজুর রহমান, মুস্তাকিম আহমেদ, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি তানভীর আহমেদসহ এনএনএফ নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন নার্স ও স্টুডেন্ট নার্সরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সুস্থ বিনোদনমূলক এ ধরনের কর্মসূচি আগামীতেও আয়োজন করা হবে বলে জানিয়েছেন এনএনএফ রাজশাহীর সভাপতি মো. আবু তাহের।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর