সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে ৩১ কেজি হরিণের মাংস, ১টি মাথা ও ৪টি পা উদ্ধার করেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে মোংলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় কোস্ট গার্ড হারবারিয়ার স্টেশন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় সাইলো জেটি সংলগ্ন এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত একটি বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস, ১টি মাথা ও ৪টি পা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর