ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আবুল হুসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেল পথের মশাখালী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হুসেন উপজেলার মশাখালী ইউনিয়নের বেলাব গ্রামের মৃত বুদিয়া মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, বেলাব গ্রামের মৃত বুদিয়া মিয়ার ছেলে আবুল হুসেনের সঙ্গে এলাকার লোকজনের লেনদেন ছিল। অনেকে তার কাছে টাকা পেতেন এবং তিনিও অনেকের কাছে টাকা পয়সা পেতেন। এ নিয়ে আবুল হুসেন দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন যাওয়ার সময় আবুল হুসেন মশাখালী স্টেশনের দক্ষিণ দিকে রেল লাইনের কাছে চলে যান।
এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ময়মনসিংহ জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিহত মানসিক বৈকল্য ছিল। ধারণা করা হচ্ছে অর্থনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’
প্রতিনিধি/একেবি

