চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কবির (৩২) ও আকাশ (২৬) নামে তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মকিমাবাদ নামক স্থান থেকে মাদক কারবারি কবির ও আকাশকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল এবং নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার মাদক কারবারিদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস

