ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক বাসচালক রীতিমতো এলাহি কাণ্ড ঘটিয়েছেন। এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে কয়েক দফায় দুর্ঘটনার কবলে পড়লেও যাত্রীদের কান্না আর আকুতিতেও মন গলেনি চালকের। একপর্যায়ে শ্রীনগরের সমাষপুর এলাকায় বাসের ছাদ উড়ে মহাসড়কে পড়ে গেলে ছাদবিহীন বাস নিয়েই অন্তত ১০ কিলোমিটার দূরে গিয়ে চালক ঢুকে পড়েন অন্ধকার গ্রামে। এমন ঘটনায় হতবাক বাস যাত্রী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
![]()
বিজ্ঞাপন
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অন্ধকার মহাসড়কে প্রবল গতিতে ছুটে চলছে দুর্ঘটনায় উড়ে যাওয়া ছাদবিহীন বাস। প্রাণ বাঁচাতে যাত্রীদের আত্মচিৎকারে একাকার হয় পুরো এলাকা।
![]()
রীতিমতো সিনেমার দৃশ্যকেও যেন হার মানিয়েছে ঘটনাটি। ফলে, দূর থেকেই ঘটনার দৃশ্য একাধিক মুঠোফোনের ধারণ করেন অন্যান্য যানবাহনের যাত্রীরা। এর আগে প্রাণ বাঁচাতে বাস থেকে লাফিয়ে ও বিভিন্ন উপায়ে নামতে গিয়ে আহত হন অন্তত ৭ জন যাত্রী।
![]()
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে এমন পরিস্থিতির মুখোমুখি হন রাজধানী ঢাকা থেকে বরিশাল আগামী একটি বাসের যাত্রীরা। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন সবাই। বরিশাল এক্সপ্রেস নামের বাসটি রাত ৮টার দিকে রাজধানী সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, যাত্রা শুরুর ঘণ্টাখানেক পরেই মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। তার কিছুক্ষণ পরেই একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ওপরের ছাদ উড়ে যায় বাসটির। তার পরেও বাসটি না থামিয়ে দ্রুত গতিতে চালাতে থাকেন চালক।
![]()
এরপর অন্তত ১০ কিলোমিটার যাত্রীসহ ছাদ বিহীন বাসটি চালিয়ে যাওয়ার পর যাত্রী ও স্থানীয়দের তোপের মুখে অন্ধকার গ্রামে বাস থামিয়ে পালিয়ে যায় চালক।
পরে খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
![]()
বাস চালকের এমন এলাহি কাণ্ডে রীতিমতো হতবাক খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
তবে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়া আজাদ জানান, ছাদবিহীন যাত্রীবাহী বাসটি অন্ধকার গ্রাম থেকে জব্দ করেছে পুলিশ। বাসচালক পালিয়ে গেলেও তাকে ধরতে কাজ করছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ।
![]()
এদিকে বাস চালকের এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনায় প্রাণের ঝুঁকি ছিল অন্তত অর্ধশতাধিক যাত্রীর। তবে প্রাণে বেঁচে গেছেন সবাই।
প্রতিনিধি/এসএস

