মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুর্বৃত্তদের আগুনে পুড়ল প্রবাস ফেরত হানিফের দোকান

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

দুর্বৃত্তদের আগুনে পুড়ল প্রবাস ফেরত হানিফের দোকান

মো. হানিফ হোসেন জীবিকার তাগিদে অর্ধেক সময় পার করছেন ওমানে। দীর্ঘ ৪০ বছর সংগ্রাম করে ৬ মেয়েকে বিয়ে দিয়েছেন হানিফ। জীবনের শেষ মুহূর্তে সবকিছু গুছিয়ে ওমান থেকে বাড়িতে চলে আসেন। বাড়ির সামনে টিনশেডের তিনটি দোকানঘর গড়ে তোলেন। সেই দোকানঘর ভাড়া দিয়ে চলে তার সংসার জীবন।

হঠাৎ মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত-রাত ৩টার দিকে দুর্বৃত্তদের প্রতিহিংসার আগুনে পুড়ে যায় তার দোকানঘর।


বিজ্ঞাপন


দোকানঘরগুলোতে ভাড়া থাকা ভাঙারির ব্যবসায়ী মো. রাসেলের সবকিছুও পুড়ে শেষ হয়ে গেছে।

আরও পড়ুন

নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান, কোটি টাকার ক্ষতি

মেঘনার ভাঙনে নদী গর্ভে সবকিছু হারিয়ে রাসেল মা, স্ত্রী-সন্তানদের নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের পশ্চিম চরভূতা গ্রামের মাদাম তলি এলাকায় হানিফের মার্কেটে কয়েক বছর ধরে ভাড়া নিয়ে ভাঙারি ব্যবসা করছিলেন। দুর্বৃত্তের দেওয়া আগুনে তারও সবকিছু পুড়ে যায়।

thumbnail_1000142504


বিজ্ঞাপন


স্থানীয়দের দাবি, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ হানিফের মার্কেটের দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। চারদিকে থেকে মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগেই পুড়ে যায় প্রবাস ফেরত হানিফ ও ভাঙারি ব্যবসায়ী মো. রাসেলের সব স্বপ্ন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর