মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মসজিদের খতিব ও ইসলামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বৈশাখী মেলা, জনরোষ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

মসজিদের খতিব ও ইসলামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বৈশাখী মেলা, জনরোষ

শরীয়তপুরের জাজিরায় মডেল মসজিদের খতিব ও ইসলামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র জনরোষ। চলমান এসএসসি পরীক্ষার সময় এমন আয়োজনকে ‘অসাংস্কৃতিক ও দায়িত্বহীন’ আখ্যা দিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতারা ও সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইসলামি ফাউন্ডেশনের সরাসরি তত্ত্বাবধানে পহেলা বৈশাখে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলমান এই মেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ, দুইটি এসএসসি পরীক্ষাকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাগোয়া এলাকায় অবস্থান করছে, ফলে শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েছে।


বিজ্ঞাপন


thumbnail_1000176111

মেলায় উচ্চ শব্দের গান-বাজনা, ডিজে সাউন্ড, নৌকা দোলা ও খাবারের দোকানের হইচইয়ে এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। পরীক্ষার হলে মনোযোগ ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, রোগীরা বিশ্রাম নিতে পারছেন না, নার্স ও চিকিৎসকরা কাজের পরিবেশ হারাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, হাসপাতালের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে, যা মর্মান্তিক।

thumbnail_1000176096


বিজ্ঞাপন


ধর্মীয় দিক থেকেও ব্যাপক আপত্তি উঠেছে। স্থানীয় আলেম দেলোয়ার হোসেন তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলামি ফাউন্ডেশন তো ধর্ম প্রচারের প্রতিষ্ঠান। আজ তারা যদি গান-বাজনার মেলার আয়োজক হয়, তাহলে এটি আর ইসলামিক ফাউন্ডেশন নয়, বরং ‘ইসলামবিরোধী ফাউন্ডেশন’। এ কর্মকাণ্ড সরাসরি ধর্মের অপমান।

আরও পড়ুন

জাজিরায় হাতবোমা ফাটিয়ে আবারও সংঘর্ষ, ভিডিও ভাইরাল

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও, যেখানে মেলা নিয়ে মানুষের ক্ষোভ ও প্রতিবাদ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমার সন্তান যখন গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছে, তখন প্রশাসন মেলা করছে, তাও ইসলামিক ফাউন্ডেশন দিয়ে! এটা জাতির জন্য লজ্জাজনক।

স্থানীয়দের দাবি, অবিলম্বে মেলা বন্ধ করে আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা প্রশাসনের দায়িত্বহীনতার কড়া সমালোচনা করে বলেন, শিক্ষা, ধর্ম ও নৈতিকতার প্রতি এমন অবজ্ঞা মেনে নেওয়া যায় না।

thumbnail_1000176093

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জাজিরা উপজেলার ফিল্ড সুপারভাইজার আবু বকর বলেন, বৈশাখী মেলায় ইউএনও স্যার একটি কমিটি করেছে সেখানে মেলার আইন শৃঙ্খলার দায়িত্বে আমাকে সদস্য সচিব রাখা হয়েছে। আমাকে বৈশাখী মেলায় সুষ্ঠু পরিচালনায় সার্বিকভাবে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে।

এ প্রসঙ্গে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা হচ্ছে। আমরা একটি কমিটি গঠন করেছি। এর দায়িত্বে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এবং সদস্য হিসেবে রয়েছেন উপজেলা মডেল মসজিদের ইমাম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর