মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোমবাতি জ্বালিয়ে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিবাদ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম

শেয়ার করুন:

মোমবাতি জ্বালিয়ে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিবাদ

কুমিল্লার কোটবাড়ি এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও ৬ দফা দাবিতে লক্ষ্মীপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের বাইশমারা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এসময় হাতে মোমবাতি ও মশাল নিয়ে ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি পয়েন্ট ঘুরে পুনরায় পলিটেকনিক ক্যাম্পাস এলাকায় শেষ হয়।


বিজ্ঞাপন


এ সময় ‘পলিটেকনিক শিক্ষার্থীর ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দে’, ‘ক্রাফটের চামড়া তুলে নেব আমরা’ এমন বিভিন্ন স্লোগানে রাজপথ উত্তাল করে তোলে শিক্ষার্থীরা।

thumbnail_1000142869

বিক্ষোভকারীরা জানায়, পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ডাক দেয়। অথচ আজ শিক্ষার্থীদের ১৮ প্রতিনিধি  সে আলোচনায় গেলেও দাবি বাস্তবায়নের কোনো সুফল মেলেনি। তারা শুধু দাবিগুলো নোটেই সীমাবদ্ধ রেখেছে। আমাদের ভাইদের ওপর হামলারও কোনো সুরাহা হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

কুমিল্লা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল

প্রসঙ্গ: গতকাল কুমিল্লার কোটবাড়ি এলাকায় আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনী ও পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে। এতে অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়াও ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ৬টি দাবিতে আন্দোলন করে আসছে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর