মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম

শেয়ার করুন:

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় চকরিয়ার বানিয়ারছড়া আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক পাড়ার মনোয়ার আলমের ছেলে শহিদুল ইসলাম (২৭) ও মাওলানা কামাল হোসেনের ছেলে নুরুল হক (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এসএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি বানিয়ারছড়া আমবাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী। তবে নিহত দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।  

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, এ ঘটনায় গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর