মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন, ২ আসামি খালাস

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন, ২ আসামি খালাস

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭), মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)।

এদিকে খালাস পাওয়া আসামিরা হলেন - শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন না। খালাস পাওয়া আসামিদের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন জিএম মুরাদ।

মামলা সূত্রে জানা গেছে, র‍্যাব ১৩ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে ট্রাকে তল্লাশি করেন। এ সময় ট্রাকের কেবিনের ভেতর থেকে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে ওই এসআই বাদী হয়ে এ পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।


বিজ্ঞাপন


রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে এ রায় দেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর