মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে কর্মশালা 

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

নাটোরে তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে কর্মশালা 

নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে ‘বাংলাদেশে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও উত্তোরণের উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) শহরের সিসিলি রেস্তোরাঁয় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।


বিজ্ঞাপন


বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ব্লাইন্ড মিশন আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন - বাংলাদেশ ব্লাইন্ড মিশনের ব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার আব্দুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন - বাংলাদেশ ব্লাইন্ড মিশনের সংগঠক নাসির তারেক।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ব্লাইন্ড মিশনের ন্যাশনাল কনসালটেন্ট সুভাশিষ বলেন, তামাকজাত পণ্যে নিকোটিন, আর্সেনিক, ডিডিটি, আলকাতরা, ফরমালিন, বিটুমিনসহ চার হাজারের অধিক ক্ষতিকর রাসায়নিক আছে। এর মধ্যে ৪৩টি ক্যান্সার তৈরিতে সহায়ক। বাংলাদেশে প্রতিবছর এক লাখ ৬১ হাজার মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারে মারা যান। তামাক ব্যবহারকারী ছাড়াও এর সংস্পর্শে থাকা ব্যক্তিরাও স্বাস্থ্য ঝুঁকি তথা মৃত্যু ঝুঁকিতে থাকেন। 

দক্ষিণ এশিয়ার দেশসমূহে তামাকের ক্ষতি হ্রাস এবং সচেতনতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় কর্মশালায় নাটোর জেলায় কর্মরত ২৫জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর