বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু 

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু 

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় শফি আলম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঢালার দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 


বিজ্ঞাপন


নিহত শফি আলম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার বাসিন্দা নুরু মিয়া ওরফে লালুর ছেলে।

এই তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মেহেদী হাসান।

পুলিশ জানায়, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস একই দিকে চলন্ত একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কিশোর শফি আলম মারা যায় এবং তিনজন আহত হন। বাসটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা ঈদগাঁও স্টেশন এলাকার একটি ক্লিনিকে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।  দুর্ঘটনার পর ইজিবাইকটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর