দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং দেশীয় অস্ত্রের মহড়া ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিটিং মিডিয়ায় প্রকাশিত হওয়ায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব মো. আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সেখমাটিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। অদ্য থেকে উক্ত ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে। শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতা কর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত এবং লিখিত অভিযোগ পাওয়ায় উক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নাজিরপুর উপজেলা বিএনপির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৭নং সেখমাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থগিত করা হলো।
এ ব্যাপারে উপজেলা বিএপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, ৩৫ সদস্য বিশিষ্ট ৭নং সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ আহ্বায়ক কমিটির বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি স্থগিত করা হয়েছে।
প্রতিনিধি/ এজে