কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি খোলা জায়গায় অবিস্ফোরিত একটি ‘গ্রেনেড’ পাওয়া গেছে।
বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
বিজ্ঞাপন
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, “দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভসংলগ্ন খোনকারপাড়ায় নির্মাণাধীন ওয়েভস পয়েন্ট লিমিটেড ভবনের পাশে খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড সদৃশ একটি বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে।”
তিনি আরও জানান, বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী (বোম ডিসপোজাল) ইউনিটকে অবহিত করা হয়েছে। সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কাজ করছে।
ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, “খবর পাওয়ার পর পুলিশের চার সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলেন। পরে গ্রেনেডটি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তারা বিষয়টি এখন দেখভাল করছেন।”
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি