মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনাজপুরে সাবেক সংসদ সদস্যসহ গ্রেফতার ৭১

দিনাজপুর
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার

দিনাজপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে এক রাতে একজন সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন মামলার ৭১ জনকে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় নিজ কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন।


বিজ্ঞাপন


তিনি জানান, দিনাজপুর জেলা পুলিশ যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই সাথে সকল ডেভিল গ্রেফতারের জন্য ‘অপারেশন ডেভিলহান্ট’ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন এবং ডিবির একটি চৌকস টিম গত ১৫ এপ্রিল ২০২৫  রাত ৯টায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোওয়ার কবিরকে (৫০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহ সারোওয়ার কবির গাইবান্ধা সদর উপজেলার কোম্পানিপাড়া এলাকার শাহ ফিরোজ কবিরের ছেলে।

তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় ২ টি মামলা চলমান রয়েছে। যার এফআইআর নং-১৫, তারিখ- ২৬ আগস্ট ২০২৪ আর অপরটির এফআইআর নং-১০, তারিখ ১৮ আগস্ট ২০২৪।

দিনাজপুর পুলিশ সুপার আরও জানান, গত ১৫ এপ্রিল ২০২৫ দিবাগত রাতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৭০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর