বগুড়ায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের কালিতলা মোড়ে এই হামলার ঘটনা ঘটে৷
বিজ্ঞাপন
আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক আহম্মদ আলী৷ আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে দুই ব্যক্তি মারামারি করছে এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা শহরের কালিতলা এলাকায় যান৷ সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। ওই সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়ে৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, আহত দুই পুলিশ কর্মকর্তা আশঙ্কামুক্ত আছেন৷ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস