নেত্রকোনার দুর্গাপুরে আগুনে একটি বসত ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামের হায়দার আলীর ছেলে ইসোহাগ হাসান বাপ্পির বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্গাপুর ফায়ার স্টেশন লিডার মঞ্জুল ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাপ্পি ঘরের ভিতর মোমবাতি জ্বালিয়ে পাশের বাসায় খাবার খাওয়ার জন্য গিয়েছিলেন। কিছুপর পর শুনতে পান তার ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিভানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী ইসোহাগ হাসান বাপ্পি বলেন, ঘরের ভিতর মোমবাতি জ্বালিয়ে রেখে রাতের খাবার খাওয়ার জন্য পাশের বাড়িতে গিয়েছিলাম। হঠাৎ করে একজন বলতে থাকে আমার ঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ডাকচিৎকার দিলে সবাই এগিয়ে এসে আগুন নিভানোর জন্য প্রাণপণে চেষ্টা করি। এরপরেও শেষ রক্ষা করতে পারিনি। ঘরের ভিতরে থাকা আসবাবপত্রসহ কেনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন
দুর্গাপুর ফায়ার স্টেশন লিডার মঞ্জুল ফরাজী জানান, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের ভিতর আগুন জ্বলছে। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। মোমবাতির আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি