গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইক্ষু খামার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়দের ধারণা, গত কয়েকদিন আগে হয়ত দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুম করার জন্য পরিত্যক্ত কুপে ফেলে রেখে যায়। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই কুপে কিশোরের অর্ধগলিত লাশ দেখতে পায়। বিষয়টি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া কিশোরের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্ত করতে সিআইডি ক্রাইম সিন, ডিবি পুলিশের দু’টি টিম ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রতিনিধি/এসএস