বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা মামলায় যুবকের ১১ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১০ এএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা মামলায় যুবকের ১১ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা ও গুরুতর জখমের ঘটনায় দায়ের করা এক মামলায় শাহ আলম (২৭) নামের এক যুবককে ১১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত শাহ আলম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার মৃত রহিম মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২১ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ায় সাইকেল সরানোকে কেন্দ্র করে বিরোধের জেরে স্থানীয় দুই কিশোর মাফিজুর রহমান ও আমির হোসেন রক্তাক্ত হামলার শিকার হন। রাতে বাড়ি ফেরার পথে দুই কিশোরের ওপর হামলা চালান শাহ আলম। ধারাল ছুরি দিয়ে তিনি মাফিজুরের পেটে আঘাত করলে তার ভুঁড়ি বেরিয়ে আসে। বন্ধুকে রক্ষা করতে গেলে আমির হোসেনও ছুরিকাঘাতে আহত হন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় কুপিয়ে জখমের দু’দিন পর যুবকের মৃত্যু

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


বিজ্ঞাপন


ঘটনার পরদিন আহতদের পরিবারের পক্ষ থেকে শাহ আলমসহ তিনজনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ কেবল শাহ আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

রায়ে বলা হয়েছে, দণ্ডিত আসামি আগে যে সময় হাজতবাস করেছেন, তা মোট সাজা থেকে বিয়োজিত হবে। পাশাপাশি আদায় করা অর্থ মামলার খরচ ও ভুক্তভোগীদের চিকিৎসা ব্যয়ে ব্যয় করার নির্দেশও দিয়েছেন আদালত।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর