গাইবান্ধার পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে বাস-ট্রাক ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মনজুর আলী (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মনজুর আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা যাওয়ার জন্য ওই গ্রামের ৬ জন একটি অটোভ্যানেযোগে পলাশবাড়ী বন্দরে আসছিলেন। এসময় পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কোচের সঙ্গে সজোরে ধাক্কা লেগে অটোভ্যানটির এক যাত্রী রাস্তায় ছিটকে পড়লে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক মনজুর আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ফায়ার সার্ভিসের একটি দলের সহযোগিতা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস