শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

একযুগ পর দেশে ফিরলেন শিবির নেতা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২০ এএম

শেয়ার করুন:

ক্রসফায়ারের আসামি হয়ে যান বিদেশে, দেশে ফিরলেন একযুগ পর
নড়াইল পৌর ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুর রহিম (গলায় মালা পরিহিত)

২০১৩ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ক্রসফায়ারের আসামি হয়ে দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান নড়াইল পৌর ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুর রহিম। এর একযুগ পর দেশে ফিরেছেন এই নেতা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) একযুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বিকেলে নিজ শহর নড়াইলে প্রবেশ করেন তিনি।


বিজ্ঞাপন


এদিকে, সাবেক এ ছাত্রনেতার আগমন উপলক্ষে তার সমর্থকরা মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ফুল দিয়ে বরণ করেন। বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুর রহিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার প্রবেশদ্বার চিত্রাসেতু এলাকা থেকে শুরু হয় মোটরসাইকেল শোডাউন। এতে প্রায় শতাধিক মোটরসাইকেলসহ দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এরপর শোডাউনটি শহরের পুরাতন বাস টার্মিনাল, গোচর, ঘোড়াখালী ও গারুচিরা মোড় প্রদক্ষিণ করে। পরে শোডাউনটি শহরের ডুমুরতলায় অবস্থিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নড়াইলের প্রথম শহীদ সাবেক পৌর কাউন্সিলর ইমরুল কায়েসের কবরের সামনে গিয়ে শেষ হয়। এসময় কবর জিয়ারত করেন নেতাকর্মীরা এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম।

বক্তব্যে তিনি বলেন, সেই ২০১৩ সালের হাসিনাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে আমাকে ক্রসফায়ারের আসামিদের তালিকাভুক্ত করা হয়। দীর্ঘ একযুগ পর দেশমাতৃকা ও জনগণের টানে আবারও এলাকায় ফিরে এসেছি। আগামী দিনে জনগণের পাশে থাকতে চাই। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে রাজপথ দখলে রাখব।

 

তিনি আরও বলেন, ২০২৪ এর জুলাই বিপ্লবের ফলে আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ। ছাত্র, শ্রমিক ও জনতার এই অবদান আমরা ভুলে যাব না। জুলাইযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান।

এসময় উপস্থিত ছিলেন— নড়াইল জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল আবদার, বর্তমান সভাপতি এসএম সালাউদ্দিন, সেক্রেটারি তাজ মোহাম্মদ, অফিস সম্পাদক রুমান শেখ, সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হারুন অর রশীদ, জামায়াত নেতা মো. মুহাদ্দিস হোসেন বাপ্পা, রেজাউল ইসলাম, সরদার শামীম আহম্মেদ, বকুল, মো. বেলাল হোসেন প্রমুখ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর