শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পাইপগান ও গুলিসহ ইব্রাহিম খলিল সোহাগ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার কৃত সোহাগ ওই গ্রামের চেরু পন্ডিত বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরগোপালগাঁও এলাকায় মঙ্গলবার বিকালে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল। এসময় চেরু পন্ডিত বাড়িতে সোহাগের শয়ন কক্ষ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী জানায়, সোহাগ দীর্ঘদিন মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পট পরিবর্তনের পরও তাকে কেউ ধমাতে পারেনি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বায়েজিদ আকন বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া যুবকের নামে পুর্বে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রেকর্ড শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর