আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি'এমন প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া শরিফুল এবার নিজের জেলা পঞ্চগড়ে একটি হাসপাতাল চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে তুলে ধরেছেন, পঞ্চগড়ের মানুষের দুর্ভোগের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে জাতীয় দলের অন্যতম বোলার শরিফুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে পঞ্চগড়ে ১০০০ শ্যাযা হাসপাতালের দাবিতে একটি পোস্ট করেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে শরিফুল ইসলাম বলেন— ‘তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শরিফুল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে; বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সঙ্গে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনও বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারতো।
শরিফুল আরও লিখেছেন, ‘আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
শরিফুলের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে কমেন্ট ও শেয়ার করছেন। পঞ্চগড়সহ দেশের বিভিন্ন শ্রেণির মানুষ তার এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন।
জানা যায়, ক্রিকেটার শরিফুল ইসলামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারি গ্রামে। বাবা দুলাল মিয়া ও মা বুলবুলি বেগমের কোল জুড়ে বেড়ে ওঠা শরিফুল ইসলাম আজ লাল সবুজের জার্সি পরে খেলছেন বাংলাদেশ জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, শরিফুল ইসলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক বিষয়েও তিনি বেশ সচেতন। এর আগেও তিনি নানা সামাজিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেছেন। ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ক্রীড়া ব্যক্তিত্বদের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন অনেকেই।
প্রতিনিধি/ এজে