বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

নাটোরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর জুঁই খাতুন নামে এক ৭ বছরের কন্যা শিশুর মুখমন্ডল ঝলসানো ও বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার একটি ভুট্রা জমি থেকে ওই শিশুর মরদেহ পাওয়া যায়। 


বিজ্ঞাপন


নিহত শিশু জুঁই খাতুন (৭) উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। এবং সে স্থানীয় একটি হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির থেকে ৩০০ গজ দুরে চাটমোহর উপজেলার হরিপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতে ৭ বছরের এক শিশুর মুখ এসিড দিয়ে ঝলসানো ও বিবস্ত্র অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। এর আগে গতকাল সোমবার(১৪ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ ছিল শিশুটি।

বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, যেহুত্ব ঘটনাটি পাবনা জেলার চাটমোহর থানা এলাকায়। ওই থানার পুলিৃম বিষয়টি তদন্ত করছে।

ধর্ষণ হয়েছে কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে। শিশুর মরদেহ পাবনা মর্গে রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর