বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলন কারাগারে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলন কারাগারে

অস্ত্র মামলায় ১৪ বছের কারাদণ্ড প্রাপ্ত ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এ হাজির হলে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


এর আগে, গত ১৮ মার্চ তার ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ হাদিসুর রহমান মিলন পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে।  

জানা গেছে, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাত দেড়টায় ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন সৈয়দ টাওয়ারের তৃতীয় তলার ফ্ল্যাটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রান্না ঘরের তাক থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে। এ ঘটনায় ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ১৪ বছরের কারাদণ্ড দেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর