গাজীপুরের কালিয়াকৈরে বাংলা বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করেছে বিএনপি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাবেক পৌর মেয়র মজিবুর রহমান। স্থানীয় কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে বাজার বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
পরে কালিয়াকৈর বাইপাস এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন— কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম সরকার, গাজীপুর জাসদের আহবায়ক এরশাদ ফকির, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলী, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ।
এ সময় সাবেক মেয়র মুজিবুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশি রাষ্ট্র কায়েমের মাধ্যমে দেশে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। মানুষের জীবনে আনন্দ ছিল না। বর্তমানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তাদের নিজেদের সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরতে পারছেন।
বিজ্ঞাপন
আনন্দ শোভাযাত্রায় পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাসহ ছাত্রদল, যুবদল, মহিলাদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
প্রতিনিধি/টিবি