শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইমামের মৃত্যু, চালক-হেলপার আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় ঈমামের মৃত্যু, চালক-হেলপার আটক

মসজিদ থেকে নামাজ পড়ে আর বাড়ি ফেরা হলো না মোহাম্মদ আলীর (৭২)। দ্রুতগামী এক মালবাহী ট্রাকের চাপায় তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়ার পাটিকাবাড়ীর নওদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

মোহাম্মদ আলী ইবি থানার ফকিরাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং খেজুরতলা জামে মসজিদের ইমাম। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

 


বিজ্ঞাপন


স্থানীয়দের বরাত দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মেহেদী হাসান জানান, ফজরের নামাজ শেষ করে সকাল ৬টা দিকে পায়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন মসজিদের ইমাম মোহাম্মদ আলী। ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা এক দ্রুতগামী মালবাহী ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে ট্রাকের চালক রাজা মিয়া এবং হেলপার মাসুদ রানাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সৌপর্দ করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর