ঈদুল ফিতর, ঈদুল আজহা কিংবা পূজা, যেকোনো উৎসবের দিন সাধারণত সরকারি চাকরিজীবীদের ছুটি থাকে। আর এই ছুটির দিনে তাদের পরিবার পরিজন নিয়ে উৎসব পালন করেন। কিন্তু ঝালকাঠি সদর হাসপাতালে যেকোনো উৎসবের দিন রোগী দেখে উৎসব পালন করেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে সরকারি ছুটির দিনে তিনি হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও স্বজনরা জানান, পহেলা বৈশাখে সরকারি ছুটির দিনে হাসপাতালে ডাক্তার থাকার কথা ছিল না। কিন্তু মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি সেবা দিয়ে যাচ্ছেন। এটি আসলেই একটি মহতী উদ্যোগ। তিনি এই প্রচণ্ড গরমের মধ্যে ধৈর্যের সঙ্গে আমাদের সেবা দিচ্ছেন।
পূর্বচাঁদকাঠি এলাকার স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, ঝালকাঠির সদর হাসপাতালের ডাক্তার মেহেদী হাসান সানি প্রতিটি উৎসব পালন করেন রোগীদের সঙ্গে। এছাড়া তার ডিউটির সময় শেষ হয়ে গেলেও রোগীদের সেবা দিয়ে থাকেন। তিনি তার ব্যবহারের মাধ্যমে রোগীদের অনেকটা সুস্থ করে তোলেন।
এ বিষয়ে মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, একজন চিকিৎসক হিসেবে মানুষকে সেবা প্রদানের মাধ্যমে নিজের মনে প্রশান্তি অনুভব করি। রোগীর সেবা দেওয়া আমার দায়িত্ব।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস