শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মার্চ ফর গাজা: জেলা পর্যায়ের সর্ববৃহৎ গণজমায়েত দেখালেন ফেনীবাসী

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২২ এএম

শেয়ার করুন:

মার্চ ফর গাজা: জেলা পর্যায়ের সর্ববৃহৎ গণজমায়েত দেখালেন ফেনীবাসী

ফিলিস্তিনের গাজায় মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদে ফেনীতে মার্চ ফর গাজা কর্মসূচি করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ।

thumbnail_20250414_120243


বিজ্ঞাপন


সোমবার (১৪ এপ্রিল) সকাল দশটায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানের দিকে মিছিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ব্যানারে বিভিন্ন মাদরাসা শিক্ষার্থীরা এগিয়ে যেতে থাকে। মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার আগেই ফেনীর মিজান ময়দান লোকে লোকারণ্য হয়ে ওঠে। মাঠ ভরে ওঠার পর ফেনীর মিজান রোডের পূর্ব থেকে পশ্চিম মাথা পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না। কর্মসূচিটিকে ফেনীর মানুষ সর্বকালের সর্ববৃহৎ গণজমায়েত বলে আখ্যা দিয়েছেন।

thumbnail_20250414_120753

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে palestine solidarity movement FenDistrict এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দারুল উলুম ওলামাবাজার মাদরাসার মুহতামিম নুরুল ইসলাম আদিব।

thumbnail_20250414_114654


বিজ্ঞাপন


ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি আলহাজ একরামুল হক ভুঁইয়া এবং হেফাজতে ইসলাম ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় ফিলিস্তিনের গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলি ও মার্কিন পণ্য বর্জনের দাবিতে বক্তব্য দেন, বাংলাদেশ জায়ামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলার সভাপতি মাওলানা আফজালুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী জেলা জায়ামাতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক ভুঁইয়া, জামায়াতে ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, খেলাফতে মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনী জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, ফেনী জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন প্রমুখ। এছাড়াও মার্চ ফর গাজা কর্মসূচিতে ফেনীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দলের নেতা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর