বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

দারিদ্র্য-পুষ্টিহীনতায় ২৫ কোটি শিশু বিকাশের সম্ভাবনা অর্জনে ব্যর্থ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ এএম

শেয়ার করুন:

দারিদ্র্য-পুষ্টিহীনতায় ২৫ কোটি শিশু বিকাশের সম্ভাবনা অর্জনে ব্যর্থ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে ৫ বছরের নিচের প্রায় ২৫ কোটি শিশুর সম্পূর্ণ বিকাশের সম্ভাবনা অর্জনে ব্যর্থ হয়। এর মূল কারণ পরিবারের দারিদ্র্য, শিশুর পুষ্টিহীনতা এবং প্যারেন্টিং দক্ষতার অভাব। সোমবার (১৪ এপ্রিল) রাজশাহীতে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান।

‘শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের করণীয়’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে ‘রাজশাহী মানবিক ফাউন্ডেশন’ নামে সেবামূলক একটি সংস্থা। রাজশাহী মেডিকেল কলেজের আমীর উদ্দিন গ্যালারিতে সেমিনারটি আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ড. মাওলানা কেরামত আলী। রাজশাহী মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও একাডেমি-২১ এর চেয়ারম্যান জিয়াউল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। যুবনেতা সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন সহকারি অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. শরিফুল ইসলাম, অধ্যাপক ডা. ফাতেমা সিদ্দিকাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে ৫ বছরের নিচের প্রায় ২৫ কোটি শিশুর সম্পূর্ণ বিকাশের সম্ভাবনা অর্জনে ব্যর্থ হয়। এর মূল কারণ পরিবারের দারিদ্র্য, শিশুর পুষ্টিহীনতা এবং প্যারেন্টিং দক্ষতার অভাব। ফলে শিশুদের বিকাশের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদানের পাশাপাশি, তাদের ব্যক্তিত্বের বিকাশে বাবা-মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিশুদের সঠিক পথে পরিচালিত করতে বাবা-মাকে সত্যিকারের রোল মডেল হতে হবে। দেশীয় সংস্কৃতি অনুযায়ী বাবা-মাকে শিশুদের ইমোশন বুঝে প্যারেন্টিং করতে হবে। শিশুকে ফ্যামিলি ভ্যালুজ শিক্ষা দিতে হবে। নৈতিকতা শিক্ষা দিতে হবে। শিশুকে কোয়ালিটি টাইম দিতে হবে।

এসময় তারা আরও বলেন, বর্তমানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ঘাত প্রতিঘাতে মানুষের চাওয়া-পাওয়ার পরিবর্তন হয়েছে। এ বিষয়গুলো সন্তানের ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে, তার বিকাশের ওপর প্রভাব ফেলে। শৈশবে যদি কোনো শিশুর প্যারেন্টিং বিঘ্নিত হয়, প্রাপ্ত বয়স্ক অবস্থায় নিজেও গুড প্যারেন্টিং করতে পারবে না।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর