চাঁদপুরের শাহরাস্তিতে গ্রাহকের ৮৪ লাখ আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক পিএলসি’র কর্মকর্তা মো. জাবেদ হোসেনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ থানায় অভিযোগ করার পর এই কর্মকর্তাকে আটক করে শাহরাস্তি থানা পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।
আটক জাবেদ হোসেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।
ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগে উল্লেখ করেন, সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি হতে ১০ এপ্রিল পর্যন্ত ৩ জন গ্রাহকের অ্যাকাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তির অ্যাকাউন্ট নম্বরে প্রেরণ করেন। বিষয়টি নজরে আসার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আটক ব্যাংক কর্মকর্তাকে দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা দায়ের করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এফএ