সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে চুরি হওয়া মালখানা পরিদর্শনে ডিআইজি 

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরে চুরি হওয়া আদালতের মালখানা পরিদর্শন করছেন রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নাটোর আদালতের মালখানা পরিদর্শন করেন তিনি।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন- নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন,  অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলি, নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি মাহবুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার(১০ এপ্রিল) রাতে নাটোর আদালতের মালখানার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে জড়িতরা নগদ টাকা ও স্বর্ণ-রুপার অলঙ্কারসহ মালামাল চুরি ঘটনা ঘটে। এর আগে তারা আদালতের আশপাশের সিসিটিভি সংযোগ এবং ভিডিও রেকর্ডারসগুলো বিচ্ছিন্ন করে খুলে নেয়। এ ঘটনার জড়িত দুই পুলিশ সদস্যসহ ৬ জনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে চুরি হওয়া ৬১ লাখ ৪০ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণ ও ১৯ কেজি রুপাসহ সব মালামাল উদ্ধার করে পুলিশ।

পরিদর্শন শেষে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, অপরাধ যেই করুক না কেন সে অপরাধী। ঝাড়ুদারের কুবুদ্ধিতে পুলিশ সদস্যরা লোভে পড়ে এ ঘটনার ঘটায়। ঘটনার পর আমাদের আইন-শৃংখলার বাহিনীর সদস্যরা দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হন। জড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আরও তদন্ত করছি, এ ঘটনা তো একদিনের পরিকল্পনায় হয়নি। এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে, কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক না কেনন কোনো ছাড় নয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর