রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধানখেতে ছাগল ঢোকায় পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজারের মহেশখালীতে ছাগল ধানখেতে ঢোকা নিয়ে বাকবিতণ্ডার জেরে মোহাম্মদ রশিদ (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় একদল যুবক।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের পশ্চিম পাশে ধানখেতের মাঝে ফাতিয়া বরের পুকুরের পাশে ঘটে এ ঘটনা। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ। 

নিহত মোহাম্মদ রশিদ উত্তর নলবিলা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনায় কামরুল হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, রশিদ নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, একটি ছাগল ধানখেতে ঢোকায় তর্কাতর্কির জেরে এই সংঘর্ষ বাঁধে বলে জানা গেছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর