সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে কলা গাছের ভেলা বানিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে উদয় দেবনাথ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলার কাটাছরা ইউনিয়নের পশ্চিম তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত উদয় ওই গ্রামের টিটু দেবানাথ ও পিংকিং দেবনাথে প্রথম পুত্র। সে তেতৈয়া নবতারা প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

উদয় দেবনাথের বাবা ব্যবসায়ী টিটু দেবনাথ বলেন, শনিবার বেলা সাড়ে ১২টায় বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে পুকুরে স্নান করতে যায় উদয়। এসময় শিশুদের সাথে কলা গাছের ভেলা বানিয়ে খেলতে থাকে। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পরে অন্য শিশুরা এসে উদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায়। খবর পেয়ে বাড়ির সবাই পুকুরে খোঁজাখুঁজির এপর্যায়ে উদয়কে পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা বলেন, পানিতে ডুবে পড়া উদয় দেবনাথ নামে এক শিশুকে শনিবার দুপুরে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর